1. admin@news24hour.net : admin :
‘ইউটিউবারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি’ - নিউজ ২৪ আওয়ার
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পূর্বাহ্ন

‘ইউটিউবারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি’

  • প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১১৭ বার পঠিত

নিউজ24আওয়ার ডেস্কঃ মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’।

সিনেমার মুক্তি উপলক্ষে সম্প্রতি আয়োজন সংবাদ সম্মেলনে এসে এ চিত্রনায়িকা বলেন, ‘ইউটিউবারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি। যখন নতুন ছিলাম, যখন কেউ চিনতো না তখন কোনো ইউটিউবার আমাকে নিয়ে ভিডিও করে নাই’।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশংসা করতে গিয়ে এ মন্তব্য করেন মাহি।

‘পোড়ামন’ তারকা বলেন, ‘আজকে আপনাদের জন্য আমি মাহি হয়ে এখানে। আপনারা আসবেন বলে আজকে আমি এখানে এসেছি। আপনারা আছেন বলে আজকে আমি মাহিয়া মাহি হয়েছি। ইউটিববারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি। আমি সব সময় যেটা সত্য সেটা বলতে পছন্দ করি।’

এদিকে সুখবরের অপেক্ষায় আছেন মাহির ভক্ত-অনুরাগীরা।

গত ১২ সেপ্টেম্বর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে ফেসবুক স্ট্যাটাস মাহি।

তিনি লেখেন, ‘ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। যেখানে তরুণ নায়ক আদর আজাদ ও শিপন মিত্রের সঙ্গে অভিনয় করেছেন মাহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park