1. admin@news24hour.net : admin :
পর্যটন শিল্পে বিনিয়োগ সব থেকে বেশি আস্থা ও জনপ্রিয় গোল্ডস্যান্ডস্ গ্রুপের ৫ তাঁরকা হোটেল - নিউজ ২৪ আওয়ার
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ন

পর্যটন শিল্পে বিনিয়োগ সব থেকে বেশি আস্থা ও জনপ্রিয় গোল্ডস্যান্ডস্ গ্রুপের ৫ তাঁরকা হোটেল

  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার পঠিত

বাংলাদেশে পর্যটন শিল্পে সবচেয়ে জনপ্রিয় গোল্ডস্যান্ডস্ গ্রুপ এ প্রতিটি হোটেল মালিকানা নিশ্চিত করা হবে সাফ-কাবলা রেজিস্ট্রেশন মালিকানা দলিলের মাধ্যমে যা সারা জীবন বংশানুক্রমে মালিকানা নিশ্চিত করবে এবং মালিকানা সম্পত্তির মতো উচ্চমূল্যে বিক্রয় ও হস্তান্তরযোগ্য হবে এবং আজীবন হালাল আয়ের নিশ্চয়তা দিবে। বর্তমানে পর্যটন শিল্পে হোটেল ব্যবসায় সবচেয়ে নিরাপদ ও লাভজনক। সম্পদের রাজা হোটেল, যা বাড়বে যেমন রিটার্ন ও তেমন। আর তাই ২০২৪ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নতি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগের অংশ হিসেবেই গোল্ডস্যান্ডস্ পর্যটন শিল্পকে বেছে নিয়েছে। হোটেলগুলো হবে আন্তর্জাতিক ৫ তাঁরকা মানের। সকল হোটেলের আর্কিটেকচারিয়াল ডিজাইন করছে সিঙ্গাপুরিয়ান ওয়ার্ল্ড ক্লাস আর্কিটেক্ট কোম্পানী Surbana Jurong যারা আধুনিক আরবান ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে বিশ্সেবরা। যেখানে হোটেল সি ভিউ স্যুটের ৭০০ থেকে ৯০০০ স্কয়ার ফিট পর্যন্ত ক্রয় করা যাবে। বিনিয়োগকারীরা হোটেলগুলোর স্যুট ও আংশিক মালিকানা ক্রয় করলে পাবেন সাফ-কাবলা মালিকানা এবং আজীবন হালাল ও সুদমুক্ত নিশ্চিত আয়। গোল্ডস্যান্ডস্ হোটেলস এন্ড রিসোর্টস লিমিটেড হোটেল অপারেশনে আন্তর্জাতিক হোটেল চেইন নিয়োগ দিচ্ছে, যেখানে দেশী বিদেশী পর্যটকদের সু-ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাঁচ তাঁরকা মানের হোটেল এন্ড রিসোর্টস নির্মাণের মধ্য দিয়ে গোল্ডস্যান্ডস্ গ্রুপের তিনটি হোটেল প্রজেক্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে যেখানে ইনভেস্টমেন্ট একবার, রিটার্ন বার বার। গোল্ডস্যান্ডস্ গ্রুপের কর্পোরেট হেড অফিস (৪৭ নাসা হাইটস্, গুলশান-১, ঢাকা-১২১২, ফোন : ০১৮৭৭৭-১৫৩৩৩) থেকে তথ্য সংগ্রহ এবং হোটেলের স্যুট ও আংশিক মালিকানা ক্রয় করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park