স্টাফ রিপোর্টার:বাংলাদেশে পর্যটন শিল্পে হোটেল বিনিয়োগ সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছে এই সেক্টরে বিনিয়োগকারীদের সব চেয়ে বেশি আস্থা গোল্ডস্যান্ডস গ্রুপের আন্তর্জাতিক মানের হোটেলগুলোতে..
গোল্ডস্যান্ডস হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের সিনিয়র পরিচালক মার্কেটিং শাহাদাৎ হোসেন বাহারের নিকট আমরা জানতে চেয়েছি, আপনারা কক্সবাজারের কলাতলি, হিমছড়ি ও কুয়াকাটায় যেসব ৪ ও ৫ তারকা হোটেল নির্মান করছেন, সেখানে দেশের সাধারন বিনিয়োগকারীরা কিভাবে বিনিয়োগ করে তাদের মালিকানা নিশ্চিত করবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “প্রতিটি হোটেলের মালিকানা নিশ্চিত করা হবে সাফ-কাবলা দলিলের মাধ্যমে যা সারা জীবন বংশানুক্রমে মালিকানা নিশ্চিত করবে এবং মালিকানা সম্পত্তির মতো উচ্চমুল্যে বিক্রয় ও হস্তান্তরযোগ্য হবে এবং আজীবন হালাল আয়ের নিশ্চয়তা দিবে।
প্রতিটি হোটেল স্যুটের মূল্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “প্রতিটি হোটেলই হবে আন্তর্জাতিক মান অনুসরন করে ৪ ও ৫ তারকাযুক্ত । তিনি আরও উল্লেখ করেন, “২০২৪ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহন করেছেন- সেই উদ্যোগের অংশ হিসেবেই গোল্ডস্যান্ডস পর্যটন শিল্পকে বেছে নিয়েছে।”
গোল্ডস্যান্ডস হোটেলস এন্ড রিজোর্টস লিমিটেড তাদের নির্মানাধীন হোটেলগুলোর সম্মানিত বিনিয়োগকারীদের কি ধরনের সুবিধা নিশ্চিত করছে তার ব্যাপারে বলেন- “হোটেলগুলো হবে আন্তর্জাতিক ৪ ও ৫ তারকা মানের, আরামদায়ক নির্মল পরিবেশ, আন্তর্জাতিক মানের নিরাপত্তা, উন্নত ও মার্জিত আচনের মাধ্যমে হোটেল কর্মীরা সেবা গ্রহীতাদের আধুনিক সেবা নিশ্চিত করবে।” কারণ এই সকল হোটেলের আর্কিটেকচারিয়াল ডিজাইন করছে সিঙ্গাপুরিয়ান ওয়ার্ল্ড ক্লাস আর্কিটেক্ট কোম্পানী সুরভানা-জুরং যারা আধুনিক আরবান-ইনফ্রাস্ট্রাকচার তৈরীতে বিশ্বসেরা। তিনি আরও বলেন, “বিনিয়োগকারীরা হোটেলগুলোর স্যুট ও আংশিক মালিকানা ক্রয় করলে পাবেন সাফ-কাবলা মালিকানা এবং আজীবন হালাল ও সুদমুক্ত নিশ্চিত আয়। সিনিয়র ডিরেক্টর বাহার সাহেব বলেন, কিছু কিছু মহল আমাদের গোল্ডস্যন্ডস গ্রুপের কার্যকলাপে ঈর্ষান্বিত হয়ে তাদের নিজ উদ্যোগে বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের কোম্পানীকে হেও করার জন্য নানাবিধ মিথ্যা ষড়যন্ত্র ও বদনাম করার চেষ্টা করছে যাহা আমি সংবাদ পত্রের মালিকগন এবং সাংবাদিক ভাইগনদের সবিনয় অনুরোধ করবো যেকোন প্রয়োজনে আমাদের কোম্পানির হট লাইনে – ০১৮৭৭৭১৫৩৩৩ নাম্বারে যোগাযোগ করে আমাদের কার্যকলাপ সম্পর্কে জানতে পারবেন, কারণ আমরা সততার সঙ্গে পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টায় আন্তর্জাতিক সমুদ্র সৈকতে হোটেল এন্ড রিসোর্ট গড়ে তুলে দেশি বিদেশি পর্যটকদের স্বচ্ছন্দে অবকাশযাপন করে পরিবেশবান্ধব পরিবেশে আমাদের Goldsands Group এর পাঁচ তারকা মানের Hotel & Resorts এ স্বচ্ছন্দে থেকে পর্যটন খাতকে ত্বরান্বিত করতে পারে।
পরিশেষে তিনি আরও জানান, “গোল্ডস্যান্ডস গ্রুপের তিনটি হোটেল প্রজেক্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। গোন্ডস্যান্ডস গ্রুপের কর্পোরেট হেড অফিস (নাসা হাইটস, গুলশান-১, ঢাকা, ফোন- ০১৮৭৭৭১৫৩৩৩) থেকে তথ্য সংগ্রহ ও হোটেলের মালিকানা ক্রয় করা যাবে।”
Leave a Reply