1. admin@news24hour.net : admin :
মেসির পরের গন্তব্য কোথায়? - নিউজ ২৪ আওয়ার
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:৩৪ অপরাহ্ন

মেসির পরের গন্তব্য কোথায়?

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৫১ বার পঠিত

বিশ্বকাপ জয়ের পর স্বপ্নপূরণ হয়েছে মেসির। খেলায় এখনই যতিচিহ্ন টানতে চান না। জাতীয় দল ও ক্লাবের হয়ে আরও কিছু দিন খেলা চালিয়ে যাবেন।
সবশেষ মেসি চুক্তিবদ্ধ হয়েছিলেন পিএসজির সঙ্গে। আর্জেন্টাইন এ ফরোয়ার্ডের পরের গন্তব্য কোথায়?
পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত। তবে আপাতত মৌখিকভাবে এ চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত বাড়িয়েছেন আর্জেন্টাইন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। খবর ইএসপিএনের।

বিশ্বকাপ চলাকালেই শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি মেসিকে নিতে চায়। তবে এখনই সেখানে যেতে চান না মেসি।

বিশ্বকাপ জয় করে দেশে ফিরে বিজয়োৎসবের মাঝেই পিএসজির সঙ্গে মৌখিকভাবে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেসি। ক্লাবে ফিরে আসার পরই নতুন চুক্তিতে সই করবেন তিনি।

‘লা পারিসিয়ান’-এর বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে মৌখিকভাবে রাজি হয়েছেন আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপ চলাকালে চুক্তি নিয়ে কথা বলেছে দুই পক্ষ। চুক্তির মেয়াদটা আরও এক বছর বাড়াতে একমত হয়েছে দুই পক্ষই। অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে পিএসজি।

প্রসঙ্গত, ২০২১ সালে দুই সিজনের জন্য পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। সাতবার ব্যালন ডিঅর জয়ী মেসি কাতার বিশ্বকাপের ফাইনাল জেতেন। ফাইনালে ফ্রান্সের সঙ্গে নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। মেসি এবং তার বাবা হোর্হে মেসি, যিনি লিওনেল মেসির এজেন্টও বটে, গত কয়েক মাস চুক্তির বিষয়ে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস এবং চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে চুক্তির বিষয়ে আলাপ-আলোচনা করে আসছিলেন। এবার তা পরিষ্কার হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park