1. admin@news24hour.net : admin :
যশের জন্মদিনে ভালোবাসার বার্তা নুসরাতের, ফাঁস করলেন সিক্রেট - নিউজ ২৪ আওয়ার
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন

যশের জন্মদিনে ভালোবাসার বার্তা নুসরাতের, ফাঁস করলেন সিক্রেট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯০ বার পঠিত

নিউজ24আওয়ার ডেস্কঃ টালিউডের জনপ্রিয় নায়ক যশ গুপ্তের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ‘প্রেমিককে’ ভালোবাসার বার্তা দিয়েছেন নায়িকা নুসরাত। তারা পরস্পরকে কী বলে সম্বোধন করে সেই সিক্রেটও ফাঁস হলো নুসরাতের ইনস্টাগ্রাম পোস্টে।

যশের জন্মদিনে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। পাহাড়ের কোলে যশকে জাপটে ধরে আছেন নায়িকা। দুজনের মুক্তো ঝরা হাসি ফ্রেমবন্দি হয়েছে। দুজনের ব্যক্তিগত রসায়ন যে খুবই জমে উঠেছে এ ছবিটি তারই প্রমাণ।

ছবিটির সঙ্গে নুসরাতের বার্তা—’শুভ জন্মদিন hon (honey) যশ দাশগুপ্ত, আনন্দে ভরে উঠুক জীবন। অনেক ভালোবাসা’।

নুসরাতের এ বার্তার জবাবে যশ লেখেন— ‘ধন্যবাদ hon (honey)’। সঙ্গে একটা লাল হৃদয়ের ইমোজি জুড়ে দেন যশ।

এই পোস্টে স্বভাবতই স্পষ্ট ভালোবেসে একে অপরকে ‘hon’ বলে সম্বোধন করেন তারা। যদিও অনেকেই ‘hon’ শব্দের অর্থ বুঝতে পারেননি, কেউ কেউ আবার সেই নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন।

একজন লিখেছেন, ‘হন না বোন?’ আবার একজন লিখেছেন, ‘আচ্ছা হন মানে হনু নয় তো?’ এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘ওরা দুজনে কি হনহনিয়ে হাঁটে?’

প্রসঙ্গত, যশ-নুসরাতের সম্পর্ক আজও স্পষ্ট নয়। গত বছর আগস্টে নুসরাতের সন্তান হয়। এই সন্তানের পিতার নাম যশ লেখা। নুসরাতের সাবেক স্বামী নিখিল সন্তানের পিতৃত্ব অস্বীকার করে নুসরাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

এর পর থেকে যশের তত্ত্বাবধানে নুসরাতের সন্তান পৃথিবীর আলো দেখে। তার পরিচয়েই বড় হচ্ছে নুসরাতের ছেলে। প্রকাশ্যে বহুবার যশকে নিজের ‘স্বামী’ বলে সম্বোধন করেছেন নুসরাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park