1. admin@news24hour.net : admin :
রণবীর-আলিয়ার মেয়ে হওয়ায় কঙ্গনার প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা - নিউজ ২৪ আওয়ার
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন

রণবীর-আলিয়ার মেয়ে হওয়ায় কঙ্গনার প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা

  • প্রকাশিত : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৭৮ বার পঠিত

নিউজ24আওয়ার ডেস্কঃ প্রায় বছরজুড়ে বলিউডে সবচেয়ে চর্চিত কাপল রণবীর-আলিয়া। তাদের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। এ নিয়ে কাপুর ও ভাট পরিবারে চাঁদের হাট। নতুন অতিথির খবরে আনন্দের বন্যা বইছে।

সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও রণবীর ও আলিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ আবার বিয়ের সাত মাসে সন্তান জন্ম দেওয়ায় আলিয়ার সমালোচনা করছেন।

আলিয়া-রণবীরের সন্তান হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা রানাউতও। যেটি নিয়ে নেটিজেনদের চর্চা শুরু হয়েছে।

এর আগে জুন মাসে যখন ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির ঠিক আগে দিয়ে সন্তান হওয়ার কথা ঘোষণা করেছিলেন রণবীর ও আলিয়া। তখন সেটিকে ‘PR Exercise’ বলে আখ্যা দিয়েছিলেন বলিউড স্টার কঙ্গনা। আর তা ছাড়া করণ জোহরের প্রিয় হওয়ায় আলিয়াকে নিয়ে নানা কথা বলেন তিনি।

এবার কন্যাসন্তান নিয়ে যদিও কিছু বললেন না সেভাবে। বরং কিছুটা নিঃশব্দেই করলেন ভালোলাগা জাহির। মেয়ে হওয়ার পর ইনস্টাগ্রামে একটা যৌথ বিবৃতি দিয়েছিলেন রণবীর আর আলিয়া। আর এই পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকলেও একটা লাইক দিয়েছেন কঙ্গনা, যা নিয়ে মেতেছেন অনুরাগীরা।

একজন রিএডিট করে লিখেছেন, ‘ভালো খবরকে প্রশংসা করা সবসময়ই ভালো, তা যত সমস্যাই থাকুক না কেন। আর তা যদি শিশুর জন্ম হয় বিশেষ করে।’ অন্যজন লিখলেন, ‘আশা করি ও এ রকমই থাকবে। খুব গুণী মেয়ে ও। শুধু বেকার বিতর্কে জড়িয়ে নিজের নাম খারাপ করে।’ একজন আবার মজা করে লিখলেন, ‘কাঙ্গু (কঙ্গনা রানাউত) সত্যিই খুব জটিল মানুষ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park