1. admin@news24hour.net : admin :
লেভার জোড়া গোলে শীর্ষে বার্সা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন

লেভার জোড়া গোলে শীর্ষে বার্সা

  • প্রকাশিত : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

নিউজ24আওয়ার ডেস্কঃ বার্সেলোনার হয়ে মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসছেন রবার্তো লেভানডফস্কি। মাঠে নামলেই স্কোরশিটে নাম তুলছেন পোলিশ তারকা স্ট্রাইকার। এলচের বিপক্ষেও অব্যাহত রেখেছেন সেই ধারা। লেভানডফস্কির আলো ছড়ানোর দিনে বার্সেলোনাও পেয়েছে দারুণ এক জয়। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালানরা। এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠে এলো জাভি হার্নান্দেসের দল।

ন্যু ক্যাম্পে শনিবার (১৭ সেপ্টেম্বর) লা লিগার ম্যাচে কাতালানরা ৩-০ ব্যবধানে হারিয়েছে এলচেকে। খেলার শুরুর দিকে গনসালো ভার্দু লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় এলচে। এরপর বিরতির আগে দুটি গোলও হজম করে ম্যাচ থেকেই ছিটকে যায় তারা। ৩৪তম মিনিটে লেভা বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিপাই। মিনিটে দুয়েক পর বল জালে জড়িয়েছিলেন পেদ্রিও। কিন্তু ভিএআরে বাতিল হয়ে গেছে তার গোল।

বিরতির পর শুরুতে আবার গোল করেন পোলিশ স্ট্রাইকার লেভা। সময় আর গোল হজম করেনি এলচে। পুরো ম্যাচে মাত্র একটি শট নিয়েছে তারা। বিপরীতে বার্সার শট ছিল ২৫টি। ছয় ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ১৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park