আজ ১২ডিসেম্বর ২০২২ নিউজ24আওয়ার অনলাইন নিউজ পোর্টাল পা রাখলো ১১তম বর্ষে।এক এক করে এগারো বছর,মনে হয় চোখের পলকে পার হয়ে গেছে সময়।কিন্তু এই সময়টা পার করা সহজ ছিলো না, অনেক পরিশ্রম আর অগোনিত পাঠকের মন জয় করে আজ এই পর্যন্ত এসেছে।আমাদের চলার পথে অনেক সংঙ্গী সারথী আমাদেরকে সবসময় সহযোগীতা করেছেন।আমারা আশা করছি আগামী দিন গুলোতেও তারা আমাদের পাশেই থাকবেন।আগামী দিন গুলোতে আমাদের চলার পথ আরো সুদৃঢ হবে এই আশাবাদ ব্যাক্ত করছি।প্রতিষ্ঠাবার্ষিকীতে সবার জন্য শুভ কামনা রইলো।
Congratulations 🎉👏