1. admin@news24hour.net : admin :
পর্যটন বিনিয়োগে গোল্ডস্যান্ডস গ্রুপ শীর্ষে - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

পর্যটন বিনিয়োগে গোল্ডস্যান্ডস গ্রুপ শীর্ষে

  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৭১ বার পঠিত

পর্যটন বিনিয়োগে গোল্ডস্যান্ডস গ্রুপ শীর্ষে গোল্ডস্যান্ডস গ্রুপের সিনিয়র ডিরেক্টর জনাব শাহাদাৎ হোসাইন বাহার সাহেবের সাথে কথা বললে, প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন,পর্যটন উন্নয়নে গোল্ডস্যান্ডস কিভাবে এলো? সময়ের সাথে সাথে ব্যাবসায়িক মডেল পরিবর্তন হচ্ছে।৩০ বছর আগে মানুষের চিন্তাধারা আর এখনকার মানুষের চিন্তাধারার সাথে বিস্তর ফারাক। আগের যুগে (৩০-বছর আগে) আমাদের দেশে এপার্টমেন্ট এর সিস্টেম চালু ছিলো না। ব্যাপক জায়গা জুড়ে ছিলো একটি পরিবারের বসবাস। তখন মানুষ এপার্টমেন্ট প্রজেক্টে বসবাস করলে কি সুযোগ সৃষ্টি হয় সেটা অনেকেই জানতো না। যখন তারা বুঝলো, তখন দেখলো একই ছাদের নিচে কয়েকটি পরিবার সমন্বয় করে থাকতে পারে। আস্তে আস্তে মানুষকে এই কথা শেখাতে থাকি, বলতে থাকি, আপনি একা এতো বড় জায়গা নিয়ে না থেকে বহুতল ভবন করে থাকলে একদিকে যেমন নিজ পরিবার ও আধুনিক সুযোগ সুবিধার সব উন্নয়ন নিয়ে খুব আয়েশিভাবে থাকতে পারবেন অন্যদিকে অন্য ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে হতে পারেন অর্থনৈতিকভাবে অনেক স্বচ্ছল। শুরুতে খুব ধীরগতিতে এই মতবাদের দিকে মানুষ এগুলেও দিন দিন এই দলের সংখ্যা ও চাহিদা হু-হু করে বাড়তে থাকে।

দেশের পর্যটন নিয়ে কি ভাবছেন?

অবসর পেলেই যেন কক্সবাজার, কুয়াকাটা ও সেন্টমার্টিন হয়ে উঠেছে দেশের অন্যতম সবচেয়ে বড় বিনোদনের স্থান। একটু সময় পেলেই সমুদ্রের গর্জন শুনতে মানুষ চলে যাচ্ছে সৈকতের তীরে। সমুদ্রের ঢেউয়ের সাথে, ঝর্নার জলের সাথে, পাহাড় ও প্রকৃতির সাথে যেন মিশিয়ে ফেলে নিজেকে। বিশ্বে পর্যটন শিল্পের চাহিদা দিন দিন বাড়ছে, কারন পৃথিবীর সমস্ত দেশ পর্যটন শিল্পের মাধ্যমে সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের মুল পরিকল্পনা করে থাকে এবং এরই মাধ্যমে তাদের অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে। আর পর্যটনের সেরা দেশগুলোর মধ্যে বাংলাদেশও স্বীকৃতি পেয়েছে। দেশের মোট সমুদ্র-সৈকতের ৭২০ কিলোমিটারের মধ্যে ১২০ কিলোমিটারই কক্সবাজারে অবস্থিত।

বিদেশি পর্যটকরা কেন এদেশে আসবে?

বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহন করছে। বর্তমানে শুধুমাত্র কক্সবাজারেই দেশি-বিদেশি বিনিয়োগে দৃশ্যমান ৩-লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে যেগুলোর মধ্যে, কক্সবাজার বিমান-বন্দর, ঢাকা- কক্সবাজার রেলপথ, ঢাকা-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন, ৩-টি ট্যুরিজম পার্ক, ইকনোমিক জোন,
চট্টগ্রাম-কক্সবাজার মেরিনড্রাইভ রোড ইত্যাদি উল্লেখযোগ্য। দেশি-বিদেশি পর্যটকদের টানতে পুরো কক্সবাজারকেই ঢেলে সাজানো হচ্ছে। এখানে পাহাড় ভ্রমনের জন্য থাকবে ৯.৫ কিলোমিটার কেবল-কার নেটওয়ার্ক; থাকবে বিশেষ পর্যটন কেন্দ্র যেগুলোর চারপাশে থাকবে বাউন্ডারি দেয়াল ও নিরাপত্তা প্রহরী; অবজারভেশন টাওয়ার থেকে পাহাড় ও সমুদ্রের দৃশ্য উপভোগ ও ছবি তোলার অত্যাধুনিক ব্যাবস্থা সহ আরও অনেক কিছু। বিশ্ব-অর্থনৈতিক গোলের ‘টেকসই উন্নয়ন লক্ষমাত্রা’ অর্জনের কক্সবাজারের পর্যটন উন্নয়ন অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে। পর্যটকদের নানা সুবিধা দিতে ধীরে হলেও ব্যাক্তি উদ্যোগে গড়ে উঠেছে নানামুখী পর্যটন অবকাঠামো। এক কথায়, কক্সবাজারই হবে বিশ্বমানের পর্যটন শহর ফলে বিদেশি পর্যটকদের সংখ্যা অন্যান্য পর্যটন-কেন্দ্রিক দেশগুলোর মতই বাড়বে।

গোল্ডস্যান্ডস গ্রুপ সম্পর্কে কিছু বলুন? দেশের পর্যটন নগরী কক্সবাজার ও কুয়াকাটায় সবচেয়ে বেশি পর্যটকের ভীড় হয়। এসব জায়গাগুলোতে খরচ যেমন বেশি তেমনি এখানে আয়ও অনেক। শুধুমাত্র পর্যটন লক্ষ লক্ষ মানুষের আয়ের উৎস হয়ে উঠছে। গোল্ডস্যান্ডস গ্‌রুপের গোল্ডস্যান্ডস হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড কোম্পানি দেশের নাম্বার ওয়ান হোটেল ডেভলপমেন্ট কোম্পানি, যারা তৈরি করছে কক্সবাজার-কুয়াকাটায় আন্তর্জাতিক মানের হোটেল প্রযেক্ট যেখানে বিশাল আয়ের সুযোগ রয়েছে। হোটেল বে-হিলস (হিমছড়ি- কক্সবাজার), হোটেল বে-স্যান্ডস(কলাতলি- কক্সবাজার) হোটেল বে-ব্রিজ(কুয়াকাটা) ‘তে অবস্থিত। এসব হোটেল প্রযেক্টে বিনিয়োগ করে নিজের টাকায় নিজের হোটেলের ব্যাবসায়ের সুযোগ রয়েছে। আপনি এসব প্রযেক্টের আংশিক মালিকানা ক্রয় করে আজীবন হালাল আয় ও ইনকামের পথ তৈরি করতে পারেন। প্রতিটি মালিকানায় থাকছে, ১)সাফ-কাবলা রেজিষ্ট্রেশন, ২) মালিকানা হস্তান্তর ও পুনঃবিক্রয়ের সুবিধা, ৩) সুদমুক্ত হালাল ইনকাম, ৪)একবার বিনিয়োগে আজীবন আয়ের সুযোগ, ৫)প্যাসিভ ইনকাম সুবিধা, ৬)ভবিষ্যতে সম্পদের বহুগুন মূল্য বৃদ্ধি ‘সহ আরও অনেক সুযোগ সুবিধা । প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, ০১৮৭৭৭১৫৩৩৩

One response to “পর্যটন বিনিয়োগে গোল্ডস্যান্ডস গ্রুপ শীর্ষে”

  1. RAJIB AHMED says:

    GOLDSANDS GROUP is the best hotel developer company in BANGLADESH .I am feeling proud to an EXPART INVESTMENT CONSULTANT of this NUMBER 1 company .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park