1. admin@news24hour.net : admin :
ফেসবুকে সামাজিক দায়বদ্ধতা - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

ফেসবুকে সামাজিক দায়বদ্ধতা

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২০১ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উদয়পুরের ভাড়া বাসা থেকে গত ১৮ অক্টোবর হারিয়ে যাওয়া আবদুল্লাহ আল মামুন #পিয়াস(১২)কে আজ সন্ধায় পাওয়া গিয়াছে।কিছুক্ষন আগে তার বাবা ইব্রাহীম খলিল মাসুদের সাথে কথা বলে আমরা নিচ্শিত হয়েছি।গতকাল ২০অক্টেবর নিখোঁজ বিজ্ঞপ্তিটি নিউজ24আওয়ার পরিচালিত ফেসবুক পেজ গুলোতে প্রকাশ হওয়ার ঠিক একদিন পর আজ ২১ অক্টোবর সন্ধায় ছেলেটির বাবার মাধ্যমে আমরা জানতে পারি ছেলেটিকে পাওয়া গিয়াছে।
গত ৩দিন আগে চাটখিল ওসমানিয়া মাদ্রাসা থেকে সকাল ১১টায় #নোমান নামের এই বাচ্চাটি হারানো যায়,রাতে বাচ্চাটির চাচা জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করে হারানো বিজ্ঞপ্তিটি নিউজ24আওয়ার পরিচালিত ফেসবুক পেজ গুলোতে প্রকাশিত হলে ঠিক কয়েক ঘন্টা পর ছেলেটির চাচা ফোন দিয়ে জানায় ছেলেটি পাওয়া গিয়াছে।
এর আগে গত ১১ অক্টোবর সোমবার সকাল ১১টায় কুমিল্লায় মনহোরগঞ্জ উপজেলায় বাইসগাঁ বাজার মাদ্রাসা থেকে #জিদান নামক ছেলেটি হারানো যায়।পরে ছেলেটির পরিবার থেকে এক আত্বীয় সৌদি আরব থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছেলেটির নিউজ24আওয়ার পরিচালিত ফেসবুক পেজ গুলোতে প্রকাশ করি।প্রকাশ করার ঠিক একদিন পর বিকালে ছেলেটির সন্ধান পাওয়া যায়।
পিয়াস,নোমান ও জিদান এদের ফিরে আসার সংবাদ আমাদের জন্য অনেক বড় একটি সুখবর।গত প্রায় এক সাপ্তাহের মধ্যে হারিয়ে যাওয়া এই তিনটি বাচ্চার সন্ধান পাওয়ার পেছনে নিউজ24আওয়ার পরিচালিত ফেসবুক পেজ গুলো ভূমিকার চেয়ে সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি।সেই সামাজিক দায়বদ্ধতার কিছুটা হলেও আমরা পূরণ করতে সক্ষম হয়েছি।আমাদের এই সক্ষমতার পেচনের মানুষগুলোকে আমরা স্যালুট জানাই।আমরা মনে করি এই সবেই সম্ভব হয়েছে আমাদের পেজের ফেন্ডস ফলোয়ারদের জন্য।আমাদের সকল ফেন্ডস ফলোয়ারদের জন্য শুভকামনা রইলো।এই ভাবে সব সময় ভালো কাজে আমাদের সাথেই থাকুন।
লেখক: সাংবাদিক সুমন মোর্শেদ

One response to “ফেসবুকে সামাজিক দায়বদ্ধতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park