1. admin@news24hour.net : admin :
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ইউক্রেন - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ইউক্রেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১০ বার পঠিত

নিউজ24আওয়ার ডেস্কঃ ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কুলেবা মঙ্গলবার বলেছেন, রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে একটি প্রস্তাব পাঠাচ্ছেন তিনি। খবর রয়টার্সের।

কুলেবা একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেনে যে ধ্বংসজজ্ঞ চালানো হয়েছে তার জন্য ইরান পুরোপুরি দায়ী। তিনি আরও জানিয়েছেন, ইসরাইলের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে জরুরিভিত্তিতে চিঠি পাঠাবেন তিনি।

এর আগে সোমবার ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

এদিন রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালায় রুশ সেনারা। বলা হয় ইরানের তৈরি শহিদ-১৩৬ ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।

এরপরই ইরানের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানান ইউক্রেনের মন্ত্রী।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়ে একটি টুইট করেন দিমিত্রো কুলেবা।

টুইটে তিনি লিখেন, আমি খুব সম্ভবত প্রথম পররাষ্ট্রমন্ত্রী যে বোমা আশ্রয় কেন্দ্র থেকে ইইউর পররাষ্ট্র কাউন্সিলে কথা বলছি, কারণ এয়ার রেইড সাইরেন বাজছে। আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং অস্ত্রের অনুরোধ জানিয়েছি। রাশিয়াকে ড্রোন দেওয়ায় ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলেছি। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার নবম প্যাকেজ অবশ্যই শক্তিশালী হতে হবে।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park