তৌহিদুর রহমান কয়রা (খুলনা) প্রতিনিধ:কয়রা উপজেলার হতদরিদ্র ও অসুস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক বিতরণ করেছেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য মো.আক্তারুজ্জামান বাবু।
রবিবার বিকাল ৩ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ১৬ জন অসহায়,দরিদ্র, অসুস্থ মানুষের মাঝে ৮ লক্ষ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু।
উপজেলা নির্বাহী অফিসার মো.মমিনুর রহমানের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম,আওয়ামী লীগ নেতা জাফরুল পাড়, ইউপি চেয়ারম্যান জিয়াুর রহমান জুয়েল,আব্দুস সামাদ গাজী,অধ্যাক্ষ ড. চয়ন কুমার রায়,কয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াদ আলী সরদার বাংলাদেশ ছাত্রলীগ এর জয়েন্ট সেক্রেটারি এস এম তরিকুল ইসলাম
সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো.আক্তারুজ্জামান বাবু বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোন ভাবেই দেশের উন্নয়নের অব্যাহত গতি রোধ করা যাবেনা। প্রধানমন্ত্রী দক্ষিনাঞ্চলীয় মানুষের কথা সব সময় মনে রাখে তাই এ অঞ্চলের অসহায় মানুষের জন্য সব সময় সহযোগিতা অব্যাহত রেখেছে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন সব সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে।
Leave a Reply