1. admin@news24hour.net : admin :
‘খলনায়ক’ হয়ে কাতার ছাড়লেন সেই রেফারি - নিউজ ২৪ আওয়ার
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন

‘খলনায়ক’ হয়ে কাতার ছাড়লেন সেই রেফারি

  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৭০ বার পঠিত

নিউজ24আওয়ার ডেস্কঃ আর্জেন্টিনার খেলা মানেই ম্যাচের পরতে পরতে উত্তেজনা বিরাজ করে। আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মতো বড় আসরের, তাহলে তো কোনো কথাই নেই। তার চেয়েও বড় কথা হলো বিশ্বকোপের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাজে রেফারিং করেছেন আন্তোনিও মাতেও লাহোজ।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া তো চাট্টিখানি কথা হয়।

কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে পুরো বিশ্বের নজর ছিল। এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করে রাতারাতি নায়ক হয়ে যাওয়ার কথা ছিল লাহোজের। কিন্তু নায়ক হওয়ার পরিবর্তে নিজের ভুলের কারণে খলনায়ক হয়ে গেলেন এই স্প্যানিশ রেফারি। 

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে কারণে অকারণে ১৮টি কার্ড দেখিয়ে খেলাটিকে বিরক্তিকর পর্যায়ে নিয়ে গেছেন রেফারি লাহোজ। 

যে কারণে মেসির মতো ঠাণ্ডা মেজাজের একজন বিশ্বসেরা ফুটবলার ম্যাচ শেষে বলতে বাধ্য হতে হয়েছেন- ফিফার উচিত বিষয়গুলো খেয়াল করা। এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে এ ধরনের একজন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়। 

মেসির এই মন্তব্যেই ক্যারিয়ার বরবাদ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো লাহোজের।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেফারি লাহোজ দুই দল মিলিয়ে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছে ১০টি হলুদ কার্ড। 

সেই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার মার্কোস আনুকিয়া ও গনসালো মনতিয়েল। 

লাহোজকে বাড়ি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। স্প্যানিশ এই রেফারি এবারের বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park