মিথিলা ফাহরিন: ২০১৮ সালের ২৩শে মার্চ হয়েছিল কেন্দ্রীয় হল ফেস্ট তারপর ঠিক চার বছর পরে হাবিপ্রবি শিক্ষার্থী রা ২০২২ এর ১৩ ডিসেম্বর এই ফেস্ট উদযাপন করার সুযোগ পাচ্ছে। কেন্দ্রীয় হল ফেস্ট মূলত সকল হল এর সমন্বয় এ একটি প্রীতিভোজ এর আয়োজন। এই আয়োজনে হল গুলো তে রীতিমতো উৎসব এর আমেজ। ক্যাম্পাস এর হল গুলো তে আঁকা হচ্ছে আলপনা, করা হচ্ছে স্বল্প পরিসরে আলোকসজ্জা।
কাংখিত এই আয়োজন কে ঘিরে শিক্ষার্থীকে মাঝে আলাদা এক উদ্দিপনা জেগে উঠেছে।
জনৈক শিক্ষার্থী জানান ” চার বছর পরে হলে ও কেন্দ্রীয় হল ফেস্ট এর আয়োজন করাতে হাবিপ্রবি প্রশাসন কে ধন্যবাদ “।
শিক্ষার্থী রা যেমন খুশি হয়েছে ঠিক তেমনি তাদের চাওয়া এরকম আয়োজন প্রতি বছর যেন তাদের উপহার দেয়া হয়।
হল ফেস্ট এমন আমেজে ভরে উঠেছে হাবিপ্রবি ক্যাম্পাস। শিক্ষার্থীদের এখন চাওয়া সুষ্ঠু ভাবে এই হল ফেস্ট কে উপভোগ করা৷
Leave a Reply