কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান: খুলনার কয়রা উপজেলার ৬নং কয়রায় মোস্তফা সরদারের ৮ বছরের পুত্র মো. রনি নামের এক শিশু বিকাল ৪.৩০ নিজ বাড়ীতে গ-লায় ওড়না দিয়ে আ-ত্ন-হ-ত্যা করেছে।বাবা মোস্তফা সরদারের সাথে ছেলে মোঃ রনি কথা কাটাকাটি হয় একপর্যায়ে বাবা মোস্তফা দুটি চড়মারে ছেলে রনি কে।চড় মারাটাই যেনো কাল হয়ে দাঁড়ায়। রাগ অভিমানে রনি (৮বঃ)নিজ বাস ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
Leave a Reply