1. admin@news24hour.net : admin :
বিশ্বকাপে কম্বিনেশন নিয়ে যা বলছেন সাকিব - নিউজ ২৪ আওয়ার
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন

বিশ্বকাপে কম্বিনেশন নিয়ে যা বলছেন সাকিব

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৪ বার পঠিত

অক্টোবর-নভেম্বরে ভারতের মাঠে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আইসিসির এই মেগা টুর্নামেন্টের জন্য দল গোছাতে শুরু করেছে প্রতিযোগী দেশগুলো।
বাংলাদেশও সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড ও আসন্ন আফগানিস্তানের বিপক্ষের সিরিজ দিয়ে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য পেতে দলের কম্বিনেশন তৈরির জন্যই এত প্রচেষ্টা। সেই প্রসঙ্গে কথা বলেছেন ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য ছিটকে যাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তার মতে, ভারতের আবহাওয়া বাংলাদেশ দলের কাছে পরিচিত হওয়ায় অন্যান্য দেশগুলোর চেয়ে তারা কিছুটা এগিয়ে থাকবে। বিশ্বকাপে গেলে কিংবা সেখানকার কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় টাইগারদের দলীয় কম্বিনেশন হতে পারে বলে মনে করছেন সাকিব।

তিনি বলেন, আমরা যখন রেজাল্টের পর কথা বলি তখন বোঝা যায় সেটি কতটা ঠিক-ভুল। সিদ্ধান্তটা আগে হয়, রেজাল্টটা হয় পরে। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক, নির্বাচক ও সিদ্ধান্ত প্রণেতা যারা আছেন, তারা সবাই ভালো চিন্তা করবে। যখন আমরা বিশ্বকাপ যাব, তখনই আমাদের আসল কম্বিনেশনটা তৈরি হবে। এটি প্রতিপক্ষ ও কন্ডিশনের ওপর নির্ভর করে।

সাকিব আরও বলেন, কোনো মাঠ আছে চার পেসার খেলাতে হবে, কোনো মাঠে দুই পেসারেই চলবে। কোনো মাঠে আবার ৬ জন বোলার নিয়ে খেলতে হতে পারে। যখন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন অনেক কিছুই আসলে চিন্তা করতে হয়। এখন শুধু ট্রায়াল চলছে।

সবশেষ ২০১৯ বিশ্বকাপেও বাংলাদেশ দলের ভালো সুযোগ ছিল বলে মনে করেন সাকিব। তবে এবার আর আগের মতো ভুল না করার বার্তাও দিয়ে রাখলেন এই অলরাউন্ডার।

সাকিব বলছিলেন, আইসিসির টুর্নামেন্টে কন্ডিশন সবসময় ফেয়ার থাকে। সব দলের জন্যই ব্যাপারগুলো একই রকম। আমাদের সব বিভাগেই ভালো করতে হবে, তাহলে ভালো রেজাল্ট আসবে। সর্বশেষ বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ ছিল, সামান্য কিছু কারণে হয়ত সফল হতে পারিনি।

বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, আমরা যেন ওই ভুলগুলো না করি সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অন্যান্য দলগুলো তাদের জায়গা থেকে উন্নতি করছে, তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাদেরও উন্নতি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park