ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর করে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেন পরিচালক প্রদীপ ঘোষ।
খুব শীঘ্রই দেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমাটি। ছবিটিতে অভিনয় করেছেন- নাম ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা, শহীদ রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু।
ইতিহাস সমৃদ্ধ এই সিনেমাটি শিক্ষার্থীরা যেন টিকেটের অর্ধেক মূল্যে দেখতে পারে তার জন্য চালু করা হয়েছে হাফ পাস সিস্টেম। ইতোমধ্যে শুরু হয়েছে ছবির প্রচার প্রচারণা। প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত স্কুল ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়েছে প্রচার কার্যক্রম। চলচ্চিত্রটিতে পাঁচটি গান রয়েছে। এর মধ্যে ‘পরাধীনতার শৃঙ্খল’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। যার কথা লিখেছেন পরিচালক প্রদীপ ঘোষ এবং সুর ও কন্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার।
Leave a Reply