1. admin@news24hour.net : admin :
সাংবাদিককে হুমকির ঘটনায় কয়রা সাংবাদিক ফোরামের নিন্দা - নিউজ ২৪ আওয়ার
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ পূর্বাহ্ন

সাংবাদিককে হুমকির ঘটনায় কয়রা সাংবাদিক ফোরামের নিন্দা

  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৬ বার পঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ তৌহিদুর রহমান : দৈনিক খুলনা টাইমস’র কপিলমুনি প্রতিনিধি ও মানবাধিকার সাংবাদিক ফোরামের সদস্য মো. ইকবাল হোসেনকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে খুলনার কয়রা সাংবাদিক ফোরাম।সাংবাদিক ইকবাল হোসেন পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৬৯৪।

এ ঘটনায় আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে এক বিবৃতিতে কয়রা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি তারিক লিটু এবং সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা আইনশৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।

জিডির বরাদ দিয়ে ঘটনার বিবরণে জানা যায়, পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামের মো. মোজাহার মজলিসের সাথে তার প্রতিবেশী মৃত করিম মজলিস’র ছেলেদের জমি-জমা সংক্রান্তে গোলযোগ চলে আসছে। একপর্যায়ে গত ১৫ ফেব্রুয়ারী সকাল ৮টার দিকে করিমের দু’ছেলে মো.ওয়াজ কুরুনী ও আবু তালেব মজলিস তাদের বাড়ির সীমানায় ঢুকে জোরপূর্বক বাথরুম তৈরির চেষ্টা চালায়। এতে মোজাহার মজলিস’র ছেলে সাংবাদিক ইকবাল হোসেন বাঁধা দিলে তারা তাকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় ইকবাল তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করায় তারা তাকে মারপিট করতে উদ্যত হয়। এসময় সাংবাদিক ইকবালের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা মারপিটসহ হত্যার হুমকি দিয়ে চলে গেলেও বাথরুমের কার্যক্রম অব্যাহত রাখে।বুধবার দুপুর ১টার দিকে জিডির তদন্ত কর্মকর্তা পাইকগাছা থানার এসআই হাসানুর রহমান ঘটনাস্থলে গিয়ে বাথরুমের কার্যক্রম বন্ধ করতে বললে অভিযুক্ত তালেব মজলিস এসআই’র সাথেও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বিষয়টি থানা অফিসার ইনচার্জকে অবহিত করলে তিনি সন্ধ্যায় উভয় পক্ষকে থানায় বসাবসির জন্য সময় নির্ধারণ করেন। ঘটনায় সেখানে ইকবালসহ তার পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন।

One response to “সাংবাদিককে হুমকির ঘটনায় কয়রা সাংবাদিক ফোরামের নিন্দা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park