কয়রা,(খুলনা),প্রতিনিধিঃ তৌহিদুর রহমান:খুলনা জেলার কয়রা থানার এইচএসসি পড়ুয়া ছাত্র মোঃ রাজিবুল আলম নামে এক ছাত্রের এসএসসি সার্টিফিকেট হারিয়েছে।বাসে করে খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়লে দেশীয় অস্ত্র দিয়ে জীবন নাসের হুমকি দিলে একপর্যায়ে জীবন রক্ষার্থে সাথে থাকা সার্টিফিকেট সহ ব্যাগ সন্ত্রাসীরা নিয়ে যায়।দশ বছরের অর্জিত সম্পদ হারিয়ে দিশেহারা রাকিবুল,উক্ত ঘটনার পর থেকে পদে পদে ভুগছেন রাজিবুল আলম। সার্টিফিকেট আবার ও ফিরে পেতে কয়রা থানায় একটি সাধারণ ডাইরি করেন ওই ছাত্র যার জিডি নং ৪৯।
তৎকালীন কয়রা থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই মনির হোসেন অভিযোগ পত্র গ্রহন করেন এবং কোনো রকম হয়রানি ছাড়াই সার্টিফিকেট ফিরে পাওয়ার আশ্বাস দেন।
Leave a Reply