1. admin@news24hour.net : admin :
সিনেমার প্রচারে গিয়ে শ্লীলতাহানির শিকার ২ অভিনেত্রী - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

সিনেমার প্রচারে গিয়ে শ্লীলতাহানির শিকার ২ অভিনেত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ বার পঠিত

নিউজ24আওয়ার বিনোদন ডেস্কঃ সিনেমার প্রচারে গিয়ে এবার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো ভারতের মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির দুই অভিনেত্রীকে। মঙ্গলবার ‘স্যাটারডে নাইট’ নামে একটি ছবির প্রচারে ভারতের কেরালার কোঝিকোড়ের একটি মলে যান গ্রেস এন্থনি ও সানিয়া ইয়াপ্পান। সেখানে গিয়ে শ্লীলতাহানির শিকার হন দুই অভিনেত্রী।ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছে দুই অভিনেত্রী। এ সময় আকস্মিকভাবে একজনকে থাপ্পড় মারেন এক অভিনেত্রী।

ঘটনার বর্ণনা দিয়ে ওই অভিনেত্রীরা জানান, আমরা সবাই আমাদের নতুন সিনেমার প্রচারে গিয়েছিলাম। আমাদের এত ভালোবাসার জন্য কালিকটের মানুষকে ধন্যবাদ জানাই। সেখানকার মলে এমন ভিড় হয়েছিল যে, নিরাপত্তারক্ষীরা সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। ওখান থেকে বেরোনোর সময় আমার এক সহকর্মীর সঙ্গে কেউ অশ্লীল আচরণ করেন। ভিড়ের মধ্যে ও তার কোনো প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ পায়নি। তার পর একই কাজ করা হয় আমার সঙ্গেও।

এমন ন্যক্কারজনক ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। এ বিষয়ে স্থানীয় পুলিশ বলে, দুই অভিনেত্রীকে শ্লীলতাহানির ঘটনায় তদন্ত চলছে। অভিযুক্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park