1. admin@news24hour.net : admin :
সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড অর্জন করল বাংলাদেশ - নিউজ ২৪ আওয়ার
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড অর্জন করল বাংলাদেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৭৮ বার পঠিত

নিউজ24আওয়ার ডেস্কঃ বুধবার (২ নভেম্বর) বনানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর হাতে পুরস্কারটি তুলে দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) সভাপতি এইচ এম হাকিম আলী।

পুরস্কার প্রসঙ্গে হাকিম আলী বলেন, এটি আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। পর্যটন দেশ হিসেবে এটি বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি। বিদেশিরা মনে করে বাংলাদেশ একটি গার্মেন্টস ব্যবসাভিত্তিক দেশ। কিন্তু এখন এই অ্যাওয়ার্ড পাওয়ার পর বাংলাদেশও যে পর্যটন গন্তব্য হতে পারে, সে চিন্তার পরিবর্তন হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সরকার দেশের পর্যটন শিল্পের উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। এতে আমরা লাভবান হচ্ছি। সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস কর্তৃক ‘ইমার্জিং ডেস্টিনেশন অ্যাওয়ার্ড-ভিজিটর চয়েস’ বিভাগে বাংলাদেশ যে পুরস্কারটি পেয়েছে, এটি আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি বলেন, এ স্বীকৃতি পাওয়ার পেছনে এ খাতের সবার অবদান অনস্বীকার্য। বিশেষ করে বাংলাদেশের আতিথেয়তা খাতে বিশ্বমানের সেবা নিশ্চিত করতে এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিহা’র নেতৃত্ব ও কার্যক্রম প্ৰশংসনীয়।

অনুষ্ঠানের আয়োজক সংস্থা বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস এসএটিএ অ্যাওয়ার্ড নামে পরিচিত। সম্প্রতি মালদ্বীপে গালা এবং পুরস্কার অনুষ্ঠানের ৬তম সংস্করণ শেষ হয়েছে। সার্ক অঞ্চলের ছয়টি দেশের ব্যাপক অংশগ্রহণ এই অনুষ্ঠানের তাৎপর্য বাড়িয়েছে। এতে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশের সবচেয়ে বড় হোটেল ব্র্যান্ড এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল অপারেটররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park