1. admin@news24hour.net : admin :
কুষ্টিয়া হানাদার মুক্ত দিবস আজ ১১ই ডিসেম্বর - নিউজ ২৪ আওয়ার
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

কুষ্টিয়া হানাদার মুক্ত দিবস আজ ১১ই ডিসেম্বর

  • প্রকাশিত : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

আব্দুল কুদ্দুস,কুষ্টিয়া: আজ ১১ই ডিসেম্বর কুষ্টিয়া শত্রু মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের দিনে কুষ্টিয়া জেলা শত্রু মুক্ত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন পুরো ৯ মাস ধরেই কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে হানাদার বাহিনীর সাথে মুক্তি বাহিনীর তুমুল লড়াই সংঘটিত হয়। কুষ্টিয়ার চৌরহাস,বৃত্তিপাড়াসহ নানা এলাকায় প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষকে হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। পাক হানাদার বাহিনীরা শুরু থেকেই কুষ্টিয়ায় বেশ শক্ত প্রতিরোধের মুখে পড়েছিল। ১৯৭১ সালের ৩০ই মার্চ মুক্তি বাহিনী পাক হানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমণ করে। সে সময় বহু পাক বাহিনীর সদস্য নিহত হয়েছিল। যার ফলস্বরূপ ১ই এপ্রিল পাক হানাদার বাহিনী প্রথম বার কুষ্টিয়া ছেড়ে পালিয়ে যায়, এবং প্রথম বার কুষ্টিয়া হানাদার মুক্ত হয়। এরপর ১০ই এপ্রিল মুজীবনগর সরকার গঠনের পর থেকে দফায় দফায় বিমান হামলা করে আবারও শত্রুপক্ষ কুষ্টিয়া দখলে নিয়েছিল। কিন্তু ৬ই ডিসেম্বর মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী যৌথভাবে আক্রমণ করে কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চল শত্রুমুক্ত করতে সক্ষম হয়। এবং ৯ই ডিসেম্বরের মধ্যে কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চল শত্রুমুক্ত হয়। কিন্তু তখনও কুষ্টিয়া শহর পুরোপুরি শত্রুমুক্ত হয় নাই। তবে কঠোর যুদ্ধের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত ১১ই ডিসেম্বর শহর সহ কুষ্টিয়া জেলা পুরোপুরি হানাদার মুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park