মোঃনিয়ামুল ইসলাম, মতিঝিল প্রতিনিধি: মতিঝিল শাপলা চত্তর সংলগ্ন ফুট ওভারব্রিজে সকাল ১১ টা। এ সময়ে সড়কে হাজারো মানুষ রাস্তা পারাপার হলে ওফুট ওভারব্রিজে ১ টি মানুষও নেই। জনগনের কল্যাণে নির্মিত হয়েছে এসব ফুট ওভারব্রিজ। সরকারের রাজস্বের অনেক বড় অংশ ব্যয় হচ্ছে এসব নির্মাণ কাজে। অথচ জনগনের সরকারের প্রচেষ্টায় কোনো অংশগ্রহণ নেই। দেশের উন্নয়নে জনগন অংশগ্রহন না করলে কখনও সরকার একা উন্নয়ন করতে পারে না। বাংলাদেশের মত একটি দেশে ফুটও ভারব্রিজ সম্পর্কে জনগনের আচরন দেখলে বোঝা যায় উন্নয়নের সাথে জনগনের সম্পৃক্ততা কতটুকু । শুধু মতিঝিলে নয় সারাদেশে সড়কের উপর দিয়ে রয়েছে এরকম অসংখ্য ফুট ওভারব্রিজ। তা সত্ত্বেও অনেকে জিবনের ঝুকি নিয়ে সড়কের মাঝ দিয়েই রাস্তা পার হচ্ছেন। এভাবে অসতর্কতার জন্য বহু প্রান ঝরে যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। অথচ একটু সতর্কতাই পারত একটি প্রাণকে অকাল মৃত্যুর হাত থেকে বাচাতে।
Leave a Reply