তৌহিদুর রহমান: বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত খুলনা বিভাগ, এবং এই বিভাগের সর্বোচ্চ দূরত্বে অবস্থিত কয়রা উপজেলা। এর দুরত্ব প্রায় ১১০ কিঃমিঃ এখানকার মাটি, পানি, বায়ু, এতোটাই লবণাক্ত যে বর্ষার মৌসুমে ও পুকুর খাল বিল সব জায়গাতেই পানি থাকে লবণাক্ত। তারপরেও এখানকার কৃষি নির্ভরশীল মানুষ গুলো চাষাবাদ করে।এ বছরে মৌসুমে শুরু থেকে বৃষ্টিপাত কম থাকায় কৃষকরা অনেকটা ভেঙ্গে পড়েছিল।তবে মৌসুমে শুরুতে বৃষ্টিপাত কম হলেও শেষটা খুব ভালো ছিল। একারণে আশার তুলনায় অনেক বেশি ফলন’ পাবেন বলে দাবি করছে কৃষকরা। “নিউজ 24 আওয়ার” এর সংবাদ মাধ্যম তাদের এই সফলতা কথা সারাদেশে ছড়িয়ে পড়ুক তাদের এই প্রত্যাশা।সে কারণে আমি ‘তৌহিদুর রহমান’ “নিউজ 24 আওয়ার” এর সাংবাদিক প্রতিনিধি হিসাবে। সর জমিনে পরিদর্শন করেছি এবং দেখেছি তাদের সফলতা।
Leave a Reply