1. admin@news24hour.net : admin :
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না: প্রতিমন্ত্রী - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১১ অপরাহ্ন

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না: প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না, তাই উদ্বিগ্ন হওয়ার কোনো প্রশ্ন আসে না। তিনি বলেন, ‘পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ’

সোমবার (২১ নভেম্বর) সচিবালয়ে বিইআরসির পাইকারিতে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির ঘোষণা দেয় কমিশন।

এতে প্রতি কিলোওয়াট/ ঘণ্টা বিদ্যুতের দাম ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়।
এসময় কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘পাইকারি বিদ্যুতের দাম বাড়লেও এখনই গ্রাহক পর্যায়ে বাড়ানো সম্ভব নয়। বিতরণ কোম্পানিগুলো প্রস্তাব দিলে তা যাচাই-বাছাই করে শুনানি করা হবে। এরপর সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ’

এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের নসরুল হামিদ বলেন, ‘উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির বিষয়টি নির্ভর করছে মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে। সবকিছু যাচাই-বাছাই করেই পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park