আবিদ মাহমুদ রহমাতুল্লাহ (মেলান্দহ,জামালপুর) প্রতিনিধিঃ আজ দুপুর ২ টার দিকে জামালপুরের মেলান্দহে বুরুঙ্গা গ্রামে নকল স্বর্নকার ধরা পড়ে। তিনি আসল স্বর্নের কানের দুল গলিয়ে পিতল বলে চালিয়ে দেয়। এসময় গ্রাহক পূর্বের স্বর্নকার কে প্রতারক মনে করে মেলান্দহ বাজার পূর্বের দোকান (যে দোকানে দুলটি তৈরি করা হয়েছিল) সে স্বর্নকারের শরণাপন্ন হয় এবং তারা তাদের স্বর্নকার টিম নিয়ে এসে হাজির হয় এবং নকল স্বর্নকার বা প্রতারক হিসাবে চিহ্নিত করে সেই ব্যক্তি কে। পরবর্তীতে মেলান্দহ থানা পুলিশকে জানানো হলে তাকে পুলিশ হেফাজতে নেয়।
Leave a Reply