মোঃ আরিফুল ইসলামঃ গতকাল (শনিবার) রাজধানীর বনানীতে “ব্লক রেইড” পরিচালনা করেছিল পুলিশ। বনানী এবং কাকলির বেশ কয়েকটি আবাসিক হোটেল এবং মেসে এ অভিযান চালানো হয়েছিল। পুলিশের ভাষ্যমতে, আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজতেই অভিযানটি চালানো হয়েছিল। এছাড়া মাদক চোরাচালানের ব্যাপারেও যথেষ্ট তথ্য ছিল বলে জানা যায়। রাত পৌনে ১০ টার দিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া একটি অনলাইন সঙ্গবাদ মাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে বলেছেন, “অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে”। এরপর রাতে গণমাধ্যমের সাথে কথা বলেন্ ডিএমপির গুলশান বিভাগীয় ডেপুটি কমিশনার (ডিসি) আব্দুল আহাদ। তিনি বলেন, “আপনারা জানেন, এই বনানী এবং কাকলি এলাকায় এর আগে বেশ কয়েকবার আমরা অভিযান পরিচালনা করেছি। এটি পুলিশের একটি রুটিন মাফিক কাজ। যেখানেই জঙ্গি, চাঁদাবাজি ও সন্ত্রাসের খবর আসছে সেখানেই ঢাকা মেট্রোপলিটন গুলশান ডিভিশন ও অন্যান্য ডিভিশনেও ব্লক রেইড হচ্ছে”। অভিযান আরো দীর্ঘস্থায়ী হবে কি না এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে জনাব আহাদ আরো জানান, ‘এখানে যে অভিযানটা চলেছে সেইটা আমরা সাময়িক ভাবে শেষ করেছি’।
Leave a Reply