1. admin@news24hour.net : admin :
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ০১ মার্চ ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৬৩ বার পঠিত

আবিদ মাহমুদ রহমতুল্লাহ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর জেলার সদর উপজেলার অন্তর্গত ৩ নং লক্ষীরচর ও ৪ নং তুলসীরচর ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরের সিংহ পুরুষখ্যাত জামালপুর জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান, জামালপুর জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি “আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী মহোদয়” উনার নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ফারুক আহাম্মেদ চৌধুরী মহোদয়ের পক্ষ থেকে জামালপুর সদর উপজেলার অন্তর্গত প্রতিটি ইউনিয়নে বসবাসরত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন।।
ইতোমধ্যেই শীতার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সদর উপজেলার অন্তর্গত ৩ নং লক্ষীরচর ও ৪ নং তুলসীরচর ইউনিয়নে কম্বল বিতরণ করেন। পরবর্তীতে অল্প সময়ের মধ্যেই বাকি ইউনিয়নগুলোয় কম্বল বিতরণ শেষ করবে বলে জানিয়েছেন। অসহায় সহ সর্বজনীন মানুষের পাশে দাড়িয়ে ইতিমধ্যে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। সকলের ভালোবাসার কারণে দীর্ঘদিন তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পদে ছিলেন। আজ ১৮ই জানুয়ারি সকাল থেকে দীর্ঘ সময় তিনি শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা, উপজেলা, ইউনিয়ন উর্দ্ধতন কর্মকর্তা ও সাধারণ জনগণ। তার এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ জনগণসহ সকল শ্রেণীর মানুষ দোয়া ও ভালোবাসা জ্ঞাপন করেন এবং তাদের মনের আনন্দ উৎফুল্লতা প্রকাশ করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park