1. admin@news24hour.net : admin :
শুরু হয়েছে ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২২। - নিউজ ২৪ আওয়ার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

শুরু হয়েছে ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২২।

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৫৫ বার পঠিত

মোঃনুর নবীঃ ডাচ্ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে।
এই ধারাবাহিকতায় ২০২২ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে:
সদ্য পাশ করা এসএসসি ২০২২ সালের শিক্ষার্থীদের জন্য এবারের বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তির পরিমাণ ও সময়কাল
শিক্ষার স্তরঃ এইচ.এস.সি.

সময়কালঃ ২ বছর।

মাসিক বৃত্তিঃ ২,৫০০ টাকা।

বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ২৫০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা।

বৃত্তির জন্যে আবেদনের যোগ্যতাঃ

সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

গ্রামীণ অনগ্রসর অঞ্চলের স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৮৩ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
আবেদনের নিয়ম ও শর্তাবলী
ডাচ্-বাংলা ব্যাংক এর শিক্ষা বৃত্তি এর আবেদন এর প্রক্রিয়া অনলাইনে করা হয়ে থাকে। ফলে সরাসরি কোন আবেদন গ্রহনযোগ্য হবে না। চলুন আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জেনে নেওয়া যাক।

অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ

http://app.dutchbanglabank.com/DBBLScholarship এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এখানে বিস্তারিত ব্যক্তিগত, ফ্যামিলি এবং একাডেমিক তথ্য দিয়ে আবেদন করতে হবে।

DBBL SSC 2021 Scholarship ডাচ বাংলা এসএসসি শিক্ষাবৃত্তি
আবেদন ফরম এর সাথে যা যা সংযুক্ত করতে হবে সেগুলো হলোঃ

আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষার নম্বর পত্র ও প্রশংসা পত্রের স্ক্যান কপি।
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২

বৃত্তির অন্যান্য নীতিমালাঃ

যে সকল ছাত্র-ছাত্রী অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্যে বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।
বৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখঃ ৩০ নভেম্বর ২০২২

আবেদনের শেষ তারিখঃ ২৫ ডিসেম্বর ২০২২

প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশঃ ২৫ ডিসেম্বর ২০২২

প্রাথমিকভাবে বাছাইকৃতদের সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংক এর যে কোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ০১ জানুয়ারী ২০২৩ থেকে ১৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত।

Show quoted text

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park