মোঃ সাকিবুল হাসান (রবিন)ঃ গাজীপুর মহানগর পুলিশ কর্তৃক ২৪ ঘন্টার উদ্ধার অভিযানে মাদক, ডাকাতির প্রস্তুতি এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট গ্রেফতার ৩৬ জন।
গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ এবং কাশিমপুর থানা কর্তৃক উদ্ধার অভিযানে ২৮২ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৭৫০/- টাকাসহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জিএমপি’র কোনাবাড়ী থানায় ডাকাতির প্রস্তুতির মামলায় লোহার তৈরী দা ০১ টি,০১ টি ছোরা, ০১ টি ছেনা ও স্টীলের তৈরী ০১ টি চাপাতিসহ ০৩ জন কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ওয়ারেন্টসহ মোট গ্রেফতারঃ ৩৬ জন
মোট উদ্ধারঃ ২৮২ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৭৫০/- টাকা, লোহার তৈরী দা ০১ টি,০১ টি ছোরা, ০১ টি ছেনা ও স্টীলের তৈরী ০১ টি চাপাতি।কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যন্য অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply